#বিনোদন

শোবিজ ছেড়ে সম্পূর্ণ ভিন্ন জগতে অ্যানি খান !

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখেছিলেন অ্যানি খান। পরে ধর্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে দীর্ঘ ২৩ বছরের শোবিজ পথচলার ইতি টানেন তিনি। অ্যানি বর্তমানে স্বামী-সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করলেও তাকে তিনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। মূলত নিজের ব্যবসার ফেসবুক প্রচারণা চালাতে গিয়ে বিষয়টি তার চোখে পড়েছে।

অ্যানি বলেন, ‘আমার পেইজে কিছু আইডি থেকে প্রতিনিয়ত এরকম বলা হচ্ছে। কি লাভ এদের আমার সাথে এমন করে? অবাক লাগে মানুষ এত কুরুচি সম্পন্ন হতে পারে? এমন না যে আমি কারো সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছি। নিজের এত বছরের ক্যারিয়ার ছেড়ে দিয়ে কষ্ট করে ব্যবসাটাকে আগলে ধরেছি। আর এরকম কিছু ফেক আইডি প্রতিনিয়ত এমন করছে। হে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি যদি আমার ভাগ্যে নির্ধারণ করে রাখেন আমার ব্যবসা বরকতময় হবে ইনশাআল্লাহ। ’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি। অ্যানি আরও লিখেছেন, ‘আমি টাকার কথা চিন্তা করলে মিডিয়া জগত জীবনে ছাড়তাম না। আমার দৃঢ় মনোবল আপনি (আল্লাহ) আমার সহায়ক।

আপনি চান তাই আমি ব্যবসা করছি। আল্লাহ আপনি এইসব বাজে মানুষদেরকে হেদায়েত করুন। আমাকে অনেক বেশি ধৈর্য দিয়ে দেন, যেন এরা আমার মনোবল ভাঙতে না পারে। আমীন সুম্মা আমীন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *