তাহিরপুরে শহীদ সিরাজ লেকে ডুবে পর্যটকের মৃত্যু।
সিলেট প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক) পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সাঁতার কাটতে নেমে তলিয়ে যান ওই পর্যটক। নিহত পর্যটকের নাম রাকিব হাসান (২১)। তিনি ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ডা: ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পর্যটকের এক বন্ধু জানান, বুধবার ঢাকা থেকে তারা ৮/১০ জন বন্ধু তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেক ভ্রমণে আসেন। বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সবার সাথে রাকিব সাঁতার কাটতে পানিতে নামে। এ সময় লেকের পানিতে তলিয়ে গেলে তারা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।





