জকিগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু !
সিলেট প্রতিনিধিঃ
বিয়ের মেহেদীর রঙ শুকানোর আগেই বুধবার সিলেটের জকিগঞ্জে জোবেরা বেগম নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বধূ জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামের রিপন আহমদের স্ত্রী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে পীরেরচক গ্রামের কাবির আহমদের ছেলে রিপন (২৩) সাথে বিয়ে হয় বারহাল ইউনিয়নের নূরনগর গ্রামের মিরাজ আলীর মেয়ে জোবেরা বেগম (২০) এর। বিয়ের পর তাদের সংসারও ভালো চলছিল।
বুধবার সকালে হঠাৎ জোবেরার অসুস্থতার কথা বলে রিপন জোবেরাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে নেবার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, প্রায় ১৫ দিন আগে রিপন ও জোবেরার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার সকালের দিকে রিপন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোবেরার গলায় হালকা আঁচড়ের দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। জোবেরা বেগমের পরিবার থেকেও কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।





