#যুক্তরাজ্য

ফ্রান্সকে কঠিন হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে আসা শরণার্থী বা অবৈধ অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য গত জুলাই মাসে ব্রিটেন ফ্রান্স কে ৫৪ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। ফ্রান্সের অসহযোগিতার কারণে সেই অর্থ আপাতত স্থগিত করা হয়েছে। প্রীতি প্যাটেল স্পষ্ট করে বলেছেন যে, ফ্রান্স যদি তার তিন থেকে চারটি পয়েন্ট দিয়ে ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশ না ঠেকাতে পারে, তবে প্রতিশ্রুত ৫৪ মিলিয়ন পাউন্ডের এর একপয়সাও দেয়া হবে না।

উল্লেখ্য, ব্রিটেনে সবচেয়ে বেশি শরণার্থী ও অবৈধ অনুপ্রবেশ হয় ফ্রান্স হয়ে এবং বর্তমানে সেটি আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে । গত সোমবার এক দিনে একহাজারের বেশি নারী , শিশু ও পুরুষ অবৈধ ভাবে ফ্রান্স থেকে ব্রিটেনে এসেছেন। আফগানিস্তানের সরকার পতনের পর অবৈধ অনুপ্রবেশকারীরা নৌকা ও রাবারের ডিঙি নিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেনে ঢুকছেন। বর্তমানে প্রতিদিন শত শত মানুষ অবৈধ ভাবে ফ্রান্স হয়ে ব্রিটেনে ঢুকছেন অথবা ঢোকার চেষ্টা করছেন। এই সকল উদ্বাস্তুদের ঠেকানো এবং অস্থায়ী আশ্রয় প্রদানের জন্যে ব্রিটিশ সরকার প্রতি বছর বিলিয়ন পাউন্ড খরচ করছে। অর্থনৈতিক মন্দার এই সময়ে তহবিলের এই বাড়তি চাপ কমানোর লক্ষ্যে ব্রিটিশ সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *