#আন্তর্জাতিক

তালেবানের শিকার হলেন নারী পুলিশ কর্মকর্তা।

আফগানিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তালেবান। খুন হওয়া ওই নারীর পরিবারের সদস্যরা বিবিসিকে এ তথ্য দিয়েছে। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ওই নারীর নাম বানু নেগার। তাকে তার পরিবারের সামনেই গুলি করে হত্যা করে তালেবান।

আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজকোহ এলাকায় থাকতেন বানু। তালেবান মিলিটান্টরা দেশ দখলের পর থেকে একের পর এক নারী নিগ্রহের খবর আসছে সেখান থেকে। এরইমধ্যে বানুকে গুলি করে হত্যার খবর পাওয়া গেলো। এ নিয়ে স্থানীয় তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

এদিকে ফিরোজকোহতে তালেবানের ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না।

শুধুমাত্র পরিবারের সদস্যরাই হত্যার পর বিভিন্ন ছবি সরবরাহ করেছে। এরমধ্যে আছে গুলিবিদ্ধ বানুর মরদেহ আর দেয়ালে ছিটকে যাওয়া রক্তের দাগ। গুলিতে তার চেহারাও বিকৃত হয়ে গেছে। হত্যার সময় বানু অন্তঃসত্বা ছিলেন বলেও একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *