#যুক্তরাজ্য

এবারের জিসিএসই পরীক্ষায় লন্ডন ইস্ট একাডেমির অসামান্য সাফল্য অর্জন !

যুক্তরাজ্যের জিসিএসই পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও ইস্ট লন্ডন মস্ক পরিচালিত সেকেণ্ডারি স্কুল লন্ডন ইস্ট একাডেমি অসাধারণ ফলাফল অর্জন করেছে। স্কুলের ৯৩ পার্সেন্ট পরীক্ষার্থী সর্বোচ্চ ৯ থেকে ৫ গ্রেড পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের মধ্যে অনেকেরই ইংলিশ ও ম্যাথস সাবজেক্ট ছিলো।

শিক্ষার্থীদের মধ্যে তালহা আমিন ১০টি ৯ গ্রেড লাভ করেছে। তাছাড়া মাসরুর উসায়েদ ৯টি ৯ গ্রেড এবং ১টি ৮ গ্রেড পেয়েছে। মুসা আলম পেয়েছে ৭টি ৯ গ্রেড ও দুইটি ৮ গ্রেড। স্কুলের এ ফলাফলে শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যরা খুবই আনন্দিত।

লন্ডন ইস্ট একাডেমি ও আল মিজান স্কুলের গভর্ণিং বডির চেয়ারম্যান হোসাইন শিপার এক বিবৃতিতে অসাধারণ ফলাফলের জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা কোভিড-১৯ মহামারির কারণে বিগত দেড় বছর অত্যন্ত কঠিন সময় পার করে এসেছে। কঠিন সময়েও লেখাপড়া অব্যাহত রেখে এ ধরনের ফলাফল অর্জন সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তবে এই কঠিন সময়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে স্কুলের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ায় তিনি শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, এই অর্জন স্কুলের গভর্ণিং বডির সদস্য, স্টাফ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিগত ৫ বছরের কঠোর পরিশ্রমের ফসল। গভর্ণিং বডি হিসেবে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষাদান নিশ্চিত করা। যেকোনো ধরনের সমস্যা মোকাবেলা করে আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষাদান নিশ্চিত করবো।

তিনি বলেন, এই অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে মহান প্রতিপালকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যিনি এই সফলতা এনে দিয়েছেন। পাশাপাশি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *