#গ্রেটার ম্যানচেস্টার

টেমসাইড বারায় করোনা সংক্রমণ সর্বোচ্চ।

বিগত দুই সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ৩টিতে কমেছে ৫টিতে এবং অপরিবর্তীত আছে ২টিতে। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে টেমসাইড বারায় ৪০৬.০ (প্রতি লাখে) ।

পাবলিক হেল্থ ইংল্যান্ডের সূত্র মতে, অগাস্টের ৩০ তারিখ পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার সম্মিলিত সংক্রমণের হার ছিলো ২৯৪.৩ (প্রতি লাখে) ।

এরমধ্যে ৫টিতে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা কমেছে ৩টিতে বেড়েছে এবং ২টি অপরিবর্তীত আছে।
গড় অনুপাতে টেমসাইড এই মুহূর্তে সর্বোচ্চ (৪০৬.০) এবং বলটন (২৩৩.১) সর্বনিম্নে অবস্থান করছে।

অগাস্টের ৩০ তারিখ পর্যন্ত সপ্তাহান্তে এই রিজনে ৮৩৪৪ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পুরো রিজনে কোভিডে আক্রান্ত হয়ে ৩০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন যা গত সপ্তাহ হতে ২৯ ভাগ কম। এরমধ্যে ৫২ জন রোগীকে ভেন্টিলেশন দেয়া হয়।

ডেল্টা ভ্যারিয়ান্ট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। যদিও ইংল্যান্ডের গড় সংক্রমণের হিসেবে গ্রেটার ম্যানচেস্টার অনুপাত অনেক বেশী, তবে সার্বিক অবস্থা শুরুর থেকে এখন অনেকটাই ভালো।

এই রিজনে ৬০ উর্ধ মানুষই বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে এই বয়সের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *