#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানেই সন্তান প্রসব !

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে যুক্তরাজ্যে সেনা ও সহযোগী আফগান নাগরিকদের নিয়ে উড়ে আসা সর্বশেষ বিমানে মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী।

উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল থেকে উড্ডয়নের পর সোমান নুরি (২৬) নামে ওই আফগান নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন।বিমানটি কুয়েতের আকাশে ৩৩ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় ওই নারী সন্তান প্রসব করেন বলে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়।

বিমানের মধ্যে মাঝ আকাশে যখন ওই নারীর প্রসববেদনা ওঠে, সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন।

শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ। ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা এবং শিশু দুজনই সুস্থ আছে। নুরি তার স্বামী তাজ মোহাম্মেদ (৩০) এবং তাদের আরও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

যুক্তরাষ্ট্র এখনও উদ্ধার অভিযান পরিচালনা করলেও যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি শুক্রবার কাবুল ছেড়ে গেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে।
তথ্যসূত্রঃ রয়টার্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *