#সিলেট বিভাগ

বানিয়াচংএ নৌকাডুবির ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে !

এম হায়দার চৌধুরী শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের লাশ ভেসে উঠেছে। মঙ্গলবার দুপুর দুইটায় নৌকা ডুবির পর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (৫ আগস্ট) ভোররাতে হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- দুলন আক্তার (৩৭), আলী নূর (৩৬) এবং আলী নূরের শিশুপুত্র খোকন মিয়া (৫)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। রহমতপুর গ্রামের কাছাকাছি পৌঁছুলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। এরপর মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ পিতা-পুত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন আহমেদ পিতা পুত্রের লাশ উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *