#বিনোদন

আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে : পরীমনি।

মাদক মামলায় আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুরের পর আদালতে কান্নায় ভেঙে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

মঙ্গলবার মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে দুপুরে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালত তোলা হয় পরীমনিকে। এ সময় তাকে আরও পাঁচদিন রিমান্ডে পেতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। উভয় পক্ষের শুনানি শেষে পরীমনিকে দুই দিনের রিমান্ড আদেশ দেন হাকিম দেবব্রত বিশ্বাস।

আদেশ শুনে আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন পরীমণি। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আপনারা মিডিয়া কী করছেন? সব তাকিয়ে তাকিয়ে দেখছেন।

এদিকে পরীমণির শতবর্ষী নানা বলেন, পরীমনি পরিস্থিতির শিকার। এসময় তিনি সাংবাদিকদের আরো বলেন, নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কোরবানি বাড়ায় দেয় গরীবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাপ করে আরকি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *