#দেশের খবর

স্বীয় অস্ত্রের গুলিতে পুলিশ কনেস্টেবল নিহত !

রাজধানীর রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাস ভবনে দায়িত্বরত এক পুলিশ কনেস্টেবল ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা মহানগার পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মেহেদী হাসান নামে ২৬ বছর বয়সী ওই কনস্টেবলের মৃত্যু হয়।

“ওই কনস্টেবল ডিউটিতে ছিলেন। তার কাছে থাকা সার্ভিসের চায়নিজ রাইফেলের গুলিতেই তার মৃত্যু হয়। গুলি থুতনির নিচে লাগে।”

গুলিবিদ্ধ কনস্টেবল মেহেদী হাসানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান উপ কমিশনার সাজ্জাদুর রহমান।

ঘটনার সময় ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বাসায় ছিলেন। তিনি বলেন, “দুপুরের খাবার সেরে বাসার কাজ করার সময় একজন এসে বলে যে গেইটে সমস্যা হয়েছে। পরে দ্রুত গেইটের কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কনস্টেবল মেহেদী হাসান পড়ে আছে।

“তখনও তার প্রাণ ছিল। তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মাত্র একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়।”

রমনা বিভাগের উপ কমিশনার এবং ঢাকা জেলা পুলিশ সুপার দুইজনই প্রাথমিকভাবে ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে মনে করছেন।

‘মানসিক কোনো চাপ বা সমস্যা’ থেকে কনস্টেবল মেহেদী ‘আত্মহত্যা করে থাকতে পারেন’ মন্তব্য করে পুলিশ সুপার মারুফ হাসান বলেন, “তারপরেও তদন্ত করে ঘটনার কারণ বের করা হবে।”

অবিবাহিত মেহেদি হাসান দুই সপ্তাহ আগে পুলিশ সুপারের বাসায় দায়িত্ব পেয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *