#আন্তর্জাতিক

ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরাইল বিরোধ।

ইসরাইলী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, তিনি সুনির্দিষ্টভাবে জানেন ওমান উপকূলে তেলের ট্যাংকারে প্রাণঘাতী হামলার জন্য ইরান দায়ী। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইসরাইলী প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন ইরানকে কিভাবে বার্তা দিতে হয় তা জানা আছে তাদের। আর ইরান বলছে, নিজেদের স্বার্থ রক্ষায় কোনও দ্বিধায় ভুগবে না তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ওমান উপকূলে ইসরাইলী ব্যবসায়ী পরিচালিত জাহাজ মারসার স্ট্রিটে হামলার ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক। ওই ব্যবসায়ীর কোম্পানি জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা।

ইসরাইল ও ইরানের পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এসব ঘটনাকে পাল্টাপাল্টি হিসেবে দেখা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, এই অষ্পষ্ট ছায়া যুদ্ধ আর পাল্টাপাল্টি অস্বীকার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু মারসার স্ট্রিট জাহাজে প্রাণঘাতী ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ওই হামলার জন্য ড্রোন হামলার দিকে ইঙ্গিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, বিদ্যমান গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ওই হামলা চালিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্পষ্ট করতে হবে যে ইরান ভয়াবহ ভুল করেছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ সাংবাদিকদের বলেছেন, ইসরাইলকে অবশ্যই ভিত্তিহীন অভিযোগ থামাতে হবে। তিনি দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *