#যুক্তরাজ্য

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক সায়মন ড্রিং আর নেই।

১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই সায়মন ড্রিং আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রুমানিয়ার একটি হাসপাতালে গত শুক্রবার অস্ত্রোপচারের সময় সায়মন ড্রিংয়ের মৃত্যু হয়। তার আত্মীয় ক্রিস বার্লাসের বরাতে এ তথ্য জানায় একটি গণমাধ্যম।

সাইমন ড্রিং রয়টার্স, টেলিগ্রাফ এবং বিবিসির হয়ে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছে।

ইংল্যান্ডের নরফোকে ১৯৪৫ সালের ১১ জানুয়ারি জন্ম নেন সায়মন ড্রিং। ১৮ বছর বয়স থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি। একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।

স্ত্রী ফিয়োনা ম্যাকফারসন, ইভা ও ইনডিয়া এবং তানিয়া নামে তিন মেয়ে রেখে গেছেন সায়মন ড্রিং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *