#দেশের খবর

দরগাহর ইতিহাসে প্রথমবার ওরস স্থগিত।

হজরত শাহজালাল (রঃ) দরগাহর ৭০০ বছরের ইতিহাসে এবার প্রথম ওরস স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক কোরোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দরগাহ পরিচালনা কমিটি এবারের ওরস স্থগিত ঘোষণা করেন। এ সম্পর্কে কমিটির পক্ষে  মোতওয়াল্লী ফতেহ উল্লাহ আল নোমান কমিটির অবস্থান তুলে ধরে বলেন, দরগাহর ভক্ত-আশেকানদের স্বাস্থ্য ঝুঁকি ও একই সাথে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ওরস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন । এ বিষয়ে দরগাহর প্যাডে উনার স্বাক্ষর দিয়ে একটা প্রেস রিলিজ ও দেওয়া হয়।

উল্লেখ্য আগামী ১১ ও ১২ই জুলাই হজরত শাহজালাল (রঃ) এর ৭০১তম ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

 

দরগাহর ইতিহাসে প্রথমবার ওরস স্থগিত।

আপনি জানেন কি ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *