#আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে বিস্ফোরণে ১৩ জন নিহত।

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাছে একটি বাসে বিস্ফোরণের পর­ সেটি পাহাড়ি খাদে পড়ে নয় চীনা প্রকৌশলীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

গতকাল বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় পাকিস্তানের দুই সৈন্যও নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা জানিয়েছে। বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

পাকিস্তানের চীনা দূতাবাস এক বিবৃবিতে তাদের নয় নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই সৈন্য ও দুই স্থানীয় লোক রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।” হেলিকপ্টারে করে ঘটনাস্থলের দিকে রওনা হওয়ার আগে পুলিশ কর্মকর্তা আনসারি বলেন, “নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।” একটি বিস্ফোরণ বাসটিতে আঘাত হেনেছে বলে অন্তত আরও তিন জন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

পাকিস্তানের হাজারা অঞ্চলের একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি। চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের অধীনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ এই দাসু জলবিদ্যুৎ প্রকল্প। বেশ কয়েক বছর ধরেই চীনা প্রকৌশলীরা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকরা এই প্রকল্পটিতে কাজ করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *