#যুক্তরাজ্য

ইতালীয় সমর্থকদের উপর বর্বোরচিত হামলায় গ্রেপ্তার ৪৫ জন।

ইংলিশ ফুটবলভক্তদের এমনিতেই খুব দুর্নাম। অতীতে অনেকবারই ফুটবল ম্যাচের আগে–পরে ঝামেলা করে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা। ‘হুলিগান’খ্যাত ইংলিশ ফুটবল সমর্থকেরা খবরের শিরোনাম হলেন ইউরোর ফাইনালের পরেও। টাইব্রেকারে হারের পর স্বপ্নভঙ্গের ‘বেদনা’য় তাঁরা চড়াও হয়েছিলেন ওয়েম্বলিতে খেলা দেখতে আসা ইতালীয় সমর্থকদের ওপর। শারীরিক আক্রমণ তো হয়েছেই, বর্ণবাদী আক্রমণেরও শিকার হয়েছেন ইতালীয় সমর্থকেরা।

৫৫ বছর পর ফুটবলের বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। স্বপ্নটা ছিল অনেক বড়। দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, না পাওয়ার বেদনায় নীল হয়ে যাওয়া অতীতের শাপমুক্তি ঘটবে—কত আশা ছিল। কিন্তু কিছুই হলো না। ম্যাচের শুরুতেই লুক শ’র গোলে ১–০–তে এগিয়ে যাওয়া ইংল্যান্ড ফাইনাল শেষ পর্যন্ত হেরেছে টাইব্রেকারে। ২৫ বছর আগে, ১৯৯৬ সালের ইউরোতে এই ওয়েম্বলিতে সেমির লড়াইয়ে টাইব্রেকার–দুর্ভাগ্য বরণ করতে হয়েছিল ইংল্যান্ডকে। সে দুঃস্বপ্ন অবারও ফিরে এল এই জায়গায়। ইংল্যান্ড আরও একটি বড় টুর্নামেন্টে টাইব্রেকার–দুর্ভাগ্যের শিকার হলো। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ইংলিশ দর্শকদের মন খারাপ থাকার কথা। কিন্তু সেটি যে প্রতিপক্ষের সমর্থকদের ওপর আক্রমণ, এমনকি বর্ণবাদী আচরণে রূপ নেবে, সেটি কে ভেবেছিল!

ঘটনার পরপরই লন্ডন মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন ৪৫ জনকে গ্রেফতার করে। সিসি টিভি ও অন্যান্য ফুটেজ দেখে বাকীদেরও গ্রেফতারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রিন্স উইলিয়ামস বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *