চুনারুঘাটে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার।
সিলেট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব- ৯। গ্রেফতার পাচারকারীর নাম-মহানন্দ মৃধা (৫১)। সে চুনারুঘাট উপজেলার রামভজনমৃধার পুত্র।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার অনুমান সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালায়। ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে পাইকপাড়া ইউনিয়নের দেওন্দী চা বাগানের ফ্যাক্টরির সম্মুখস্থ ইট সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে ৯০০ গ্রাম ওজনের এ কষ্টিপাথর উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় এক কোটি টাক।
গ্রেফতারকৃত আসামীকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি) এর ১(বি) ধারায় জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।





