ছাতকে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে ২জন।
সিলেট প্রতিনিধিঃ
ছাতকে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় এজাহার ভুক্ত দুই আসামী আনসার আলী(৪০) ও মনির মিয়া(৩৮)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আনসার আলী মন্তাজনগর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র ও মনির মিয়া একই গ্রামের কখো মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন। এসময় গোয়েন্দা শাখার সেকেন্ড অফিসার এসআই শামীম আকনজি অভিযানের সাথে ছিলেন।
৪ জুলাই ছাতকের চেলা নদীতে বালু উত্তোলনকারীদের হামলায় নৌ পুলিশের ৬ সদস্য আহত হয়। এ ঘটনায় ৫ জুলাই নৌ পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা(নং-০৩) দায়ের করেন। গ্রেফতাকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরন করা হয়েছে। নৌ পুলিশের সিলেট জোনের এসপি শম্পা ইয়াসিন গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।





