লকডাউনের ৭ম দিনে সিলেটে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায়।
লকডাউনের ৭ম দিনে সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৫৪টি মামলার মাধ্যমে আদায় করা হয় এ জরিমানা। সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে বুধবার সারাদিন ব্যাপি সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোর্ট পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র্যাব , সেনাবাহিনী, আনসার ও বিজিবির একাধিক টিম নিয়োজিত রয়েছে।





