সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের হজ্ব রেজিষ্ট্রেশন।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ। এর মধ্য থেকে যাদেরকে অনুমোদন দেয়া হবে তারা দ্বিতীয় দফায় শুক্রবার থেকে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় আরো জানায়, এবার হজ্বের জন্য আবেদন করেছেন ৫ লাখ ৫৮ হাজার ২৭০ জন। আদেনকারীদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ আর ৪১ শতাংশ নারী। মন্ত্রণালয় আরো জানায়, হজ্বের আবেদনকারীদের মধ্যে ৩ শতাংশের বয়স ১৮-২০ এর মধ্যে। ২৬ শতাংশের বয়স ২১-৩০ বছরের মধ্যে। ৩৮ শতাংশের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। ২০ শতাংশের বয়স ৪১-৫০ এর মধ্যে। ১১ শতাংশের বয়স ৫১-৬০ এর মধ্যে। আর আদেনকারিদের মধ্যে মাত্র ২ শতাংশের বয়স ৬০ বছর। মন্ত্রণালয় জানায়, হজ্বের আবেদনের সময় চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় আবেদন করেছিলেন সাড়ে চার লাখের বেশি মানুষ।
কোভিড মাহমারির কারণে এবার শুধু সৌদি আরবের নাগরিকরাই হজ্ব করতে পারবেন। ৬০ হাজার নাগরিককে হজ্বের অনুমতি দেবে দেশটির সরকার। ৬০ হাজারের মধ্যে ৬০ শতাংশ পুরুষ আর ৪০ শতাংশ নারী হজ্বে অংশগ্রহণ করতে পারবেন।





