#কমিউনিটির খবর

প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল মতিনের ইন্তেকাল।

ম‍্যানচেস্টারের প্রবীণ মুরব্বী বিশিষ্ট চিকিৎসক ও বিয়ানীবাজারের কৃতী সন্তান জনাব আব্দুল মতিন আহমদ আর নেই (৯৬)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

সিলেট শহরের বালুচরের স্থায়ী বাসিন্দা  ডাঃ আব্দুল মতিন জীবনের কর্মময় সময় যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে কাটিয়েছেন । অনেক দিন থেকে তিনি দেশে সিলেট শহরের বালুচরের নিজ বাসায় অবস্থান করছিলেন । তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন । তিনি বিয়ানীবাজার উপজেলার ১ম এমবিবিএস ডাক্তার। ১৯৭০ সালে উচ্চতর ডিগ্রী জন্য লন্ডন পাড়ি দেন। কর্মজীবন শেষে ওয়ারিংটন হাসপাতালের চিকিৎসক হিসাবে অবসর গ্রহন করেন ।

ডাঃ মতিনের মৃত্যুতে মাঞ্চেস্টারের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

রুহুল চৌধুরী মামুন ( সভাপতি মৌলভীবাজার এসোসিয়েশনের, ম্যানচেস্টার ) বলেন, তিনি সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম,পি সাহেবের ছোট ভাই ওয়ারিংটন নিবাসী ডা: নজরুল ইসলাম ভাই’র শশুর। তিনি অত‍‍্যন্ত অমায়িক নম্র, স্বল্প ভাষী আকর্ষনীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

এছাড়াও বাংলাদেশে জনাব লোকমান আহমেদ ( সহ সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটি ) ডাঃ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডাঃ আব্দুল মতিন আহমদ এর জানাজার নামাজ ২২ জুন’২১ মঙ্গলবার বাদ যোহর, দুপুর ২ টায় বিয়ানীবাজার উপজেলার কসবা কেন্দ্রীয় জামেমসজিদে অনুষ্ঠিত হবে । জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *