সিলেটে সুজুকির শো রুম উদ্বোধন।
গত ১৫ই জুন সিলেট শহরের মিরবক্সটুলায় এক ভিন্ন আয়োজনে উদ্বোধন হলো জাপানী মটরসাইকেল সুজুকির বিক্রয় কেন্দ্র ক্লাসিক অটোস। সিলেট শহরের চার তরুণ উদ্যোক্তা তাশরীফ,ফাহিম,জাকারিয়া,ইভান সুজুকি ক্লাসিক অটোস এর চার অংশীদার।

সচরাচর সমাজের নাম ডাক সম্পন্ন কিংবা উচ্চ পদস্থ ব্যক্তি বা জনপ্রতিনিধি দিয়ে এ ধরনের ব্যবসা কেন্দ্রের উদ্বোধন হলেও, এই অংশীদাররা তাদের ব্যবসার উদ্বোধনের ফিতা কাটিয়েছেন তার পিতাদের দিয়ে। চার অংশীদারের চার জন বাবার দ্বারা এর এই ব্যবসার উদ্বোধনের খবর জনমনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সুজুকি ক্লাসিক অটোসের সেবা সমূহের মধ্যে বিক্রয় ও সার্ভিসিং এর সুবিধা রাখা হয়েছে। তাছাড়া যারা এখন সুজুকি ব্যবহার করছেন তারাও এখানে সার্ভিসিং এর বিশেষ সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়া সুজুকির মটরসাইকেলের সব ধরনের মডেল এখানে পাওয়া যাবে।





