#আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ম্যাক্রোর গালে চড় !

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর গালে চড় মেরেছেন এক ব্যক্তি। ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্সে শহরের তাইঁ-হারমিতেজ শহরে ব্যারিকেডের ওপারে থাকা মানুষদের সঙ্গে কথা বলছিলেন ম্যাক্রোঁ। এসময় সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি তার গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন। পরে প্রেসিডেন্টকেও সেখান থেকে নিয়ে আসা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ব্যক্তি ম্যাক্রোঁবাদ নিপাত যাক বলে চিৎকার করছিলেন।

কোভিড-১৯ মহামারীর কারণে আরোপ করা নানা বিধিনিষেধ তোলার পর কিভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে তা নিয়ে কথা বলার জন্য ম্যাক্রোঁ ওই এলাকার রেস্তোরাঁকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । সেখানেই এই কাণ্ডের শিকার হন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ম্যাক্রোঁকে ধাতব বেড়ার অপর পাশে থাকা সমর্থকদের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে এগিয়ে যেতে দেখা যায়।

কিন্তু সমর্থকদের কাছে তার হাত পৌঁছানোর আগেই সবুজ টি-শার্ট গায়ে চোখে সানগ্লাস ও মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে ‘‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’ বলে চিৎকার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে চড় মারতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁর দুই নিরাপত্তরক্ষী ওই ব্যক্তিতে মাটিতে চেপে ধরেন এবং অন্য একজন ম্যাক্রোঁকে সরিয়ে নিয়ে যান। ঘটনার পর কিছুক্ষণ ম্যাক্রোঁ সেখানে ছিলেন। পরে তাকে সেখান থেকে সরানো হয়।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স এ ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। এলিসি প্যালেস থেকে বলা হয়, সেখানে ম্যাক্রোঁর উপর হামলার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *