সোবহানীঘাটে দুই ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার।
সিলেট প্রতিনিধি: নগরীর সোবহানীঘাট থেকে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৯। তারা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হালিম (৫৮) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের মোছদ্দর আলীর পুত্র শামীম আহম্মেদ কবির (৪৮)।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)এর একটি আভিযানিক দল সোবহানিঘাট পয়েন্টস্থ ফেমাস ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান। ধৃত দুই ছিনতাইকারীকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।





