#আন্তর্জাতিক

‘মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করার চেষ্টা চলছে’ : জেনারেল হোসেইন সালামি।

মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া যুক্তরাষ্ট্রের আরেকটি বড় দুরভিসন্ধি বলে উল্লেখ করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি বলেন, মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করার জন্যও যুক্তরাষ্ট্র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত শনিবার তেহরানে এক বক্তৃতায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এসব কথা বলেন। জেনারেল সালামি বলেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।

জেনারেল হোসেইন সালামি আরও বলেন, মার্কিনীদেরকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। তারা যদি আপোষে যায় তো ভালো কথা তা না হলে তাদেরকে এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *