‘কবিতার কথা’- শাহ আব্দুস সালাম।
ভাব, উপলব্ধি বোধ
ভেঙ্গে গিয়ে অবরোধ
স্থান লয় মুক্ত-প্রাণ পটে।
ভাবনা কৌশল ধারা
দ্রুত হয়ে আত্নহারা
আকাঙ্ক্ষার রসে বেড়ে ওঠে।।
দর্শনের জাল বুনে
আসত্তি প্রবৃত্তি গুণে
আসক্তি ঘটে আত্নপ্রকাশ।
ধ্যানের মিলনো স্থলে
প্রজ্ঞা, জ্ঞান, মেধা বলে
যোগ্যতা পুষ্টিগুণে বিকাশ।।
ভাব বল্গাহীন ধাঁধা
মাত্রা,স্বরে যায় বাধা?
মিত্রে, অমিত্রে যার উদ্ভাস।
হয়না ভাবের র’দ
রচি’লে যেকোন পদ
হলে তা ভাবের অনুদাস।।
আটে-ছয়ে-চৌদ্দ মিলে
চতুর্দশী অন্তমিলে
অভিন্ন ভাবে ভিন্ন পয়ার।
সূক্ষ্ম তার শিল্প রীতি
হাত কাপে প্রাণে ভীতি
যদিও তা রতন ভান্ডার।।
কথ্যের রং,তামাশা
পরিহারি পরভাষা
মাতৃভাষা মানদন্ড চুষে।
সাধু ও চলিত রীতি
বিঘ্ন ঘটে শাস্র নীতি
গুরুচন্ডালী মিশ্রণ দূষে।।
কঠিন শব্দ বুনন
শিল্প আধিক্য দূষণ
হ্রাস ঘটে উপলব্দি গতি।
শব্দের তারল্য দোষে
বাহুল্য উপমা কোষে
স্বাদহীন রুচিশীল মতি।।
বেশি রোমান্টিকায়ন
হেয়ালী-চিন্তা বাহন
পাঠক বিপাকে পড়ে অতি।
সহজ সরল কথা
কবিতার প্রাণ কথা
প্রাণে প্রাণে গাঁথে জন প্রতি।।
সহজ রুপক শ্লোকে
যুগের আনন্দ শোকে
প্রাঞ্জল শব্দের ছন্দ রীতি।
ভাবের সমাপ্তি যবে
বর্ণনা বিলুপ্তি হবে
থমকে দাড়ায় ছন্দ-গীতি।।
কবিতার যত কথা
কভু তা যায়না বৃথা
চিরদিন ডাকে ইশারায়।
কালে, কন্ঠে যত ধ্বনি
বেঁচে থাকে চিরন্তনি
সর্ব যুগে সকল ভাষায়।।
অজ্ঞাত জগত চিরি’
বাজিয়ে স্বরুপে ভেরী
সাহিত্যে যাদের আর্বিভাব।
মৌলিক কবিত্বে তারা
স্বীয় ভাবে আত্মহারা
ধারেনা ধার অন্যের ভাব।।
পদ্য গদ্য ছড়া কাব্য
চিরদিন থাকে নাব্য
যৌবনের শব্দ-স্রোত দ্বারা।
গান গীতি ছন্দ কলা
শতধায় সব বলা
শতরুপের সহস্র ধারা।।
কুম্ভক চুরের দল
হুবহু করে নকল
জোড়াতালি স্পষ্ট যায় দেখা।
লেখালেখি করে চুরি
কত শত ভুরি ভুরি
বিজ্ঞাপন কবি মার্কা লেখা।।
প্রকৃত লেখক হলে
প্রকৃতির ভাষা বলে
মানব প্রেমে কাটে জীবন।
মানুষের কষ্ট ব্যাথা
চলিত সমাজ প্রথা
বর্ণনায় বাড়ায় ওজন।।
বিজ্ঞান, সমাজ, ধর্ম
ভূগোল, গণিত কর্ম
জীবন দর্শনে প্রতি পদ।
ইতিহাস, শিল্প, কলা
রাষ্ট্র, যুদ্ধ, অর্থে চলা
সবই সাহিত্যের সম্পদ।।
শাশ্বত সত্য প্রকাশে
দুরন্ত শক্তি সাহসে
সহসা যখন বিস্ফোরণ।
নির্মোহ, নির্লোভ, গতি
বাধা,বিঘ্ন, ভয়, ভীতি
তুচ্ছ জ্ঞানে দনুজ দলন।।
সময়ের সব কবি
সমকাল প্রতিচ্ছবি
এক বৃন্তে ফুটা শতদল।
অসীম সাহিত্যলোকে
যে যার আনন্দ, দুখে
ভাবনায় ভাবুক সকল।।
অলৌকিক শক্তি বলে
জ্ঞানের সাগর জলে
সতত চারণ কল্পলোকে।
কবিতার যাদু-মন্ত্র
বিধেছে যে হৃদযন্ত্র
অনন্ত প্রেমানল সে বুকে।।





