বিয়ে করতে এসে ভুয়া সেনা সদস্য আটক !
সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকা থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ওমর ফারুক তালুকদার (২৩)। সে শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার হেরুয়া গ্রাামের লুৎফর রহমান তালুকদারের পুত্র। বর্তমানে সে ঢাকার আশুলিয়ায় বসবাস করে।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ২৭ মে রাত সাড়ে ১০টায় এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলস্থ ইলিয়াছুর রহমান এর বাড়ীতে বিয়ে করার জন্য প্রবেশের চেষ্টা চালায় ওই যুবক। কিন্তু ইলিয়াছুর রহমান তাকে রাতের বেলা বাড়ীতে প্রবেশ করতে না দিয়ে দিনের বেলা আসার জন্য বলেন। গত কয়েক মাস আগে ফেইসবুকের মাধ্যমে ইলিয়াছুর রহমানের ১৬ বছর বয়সী কন্যার সাথে ওমর ফারুক তালুকদার (২৩)-এর পরিচয় হয়। পরিচয়ের পর থেকে সে নিজেকে সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার ছেলে, আবার কখনো গার্মেন্টস ব্যবসায়ীর একমাত্র ছেলে, আবার কখনো সে নিজেই সেনাবাহিনীতে কাজ করে মর্মে পরিচয় দিয়ে এসেছে । এরই ধারাবাহিকতায় গত ১৭ মে এ পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রস্তাব নিয়ে ইলিয়াছুর রহমানের বাড়ীতে আসে ফারুক। বিবাদীর আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় ইলিয়াছুর রহমান তাকে তার পিতা-মাতাকে নিয়ে এসে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বিবাদীকে বলেন। তখন সে চলে যায়। শুক্রবাার সকাল অনুমান ১০টার দিকে বিবাদী ফারুক পুনরায় ইলিয়াছুর রহমানের বাড়ীতে আসে। ঐ বাড়ীর লোকজন তাকে বিভিন্ন বিষয় নিয়া কথা বলার ফাঁকে সে যে সেনাবাহিনীতে চাকুরী করে এই সংক্রান্ত কোন প্রমাণ পত্র তার নিকট আছে কিনা জানতে চান। বিবাদী বাড়ী হতে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর অনুমান সাড়ে ১২টার দিকে বিবাদী সেনাবাহিনীর পোশাক পরে বাড়ীর আশপাশে ঘোরাঘুরি করার সময় ওই বাড়ীর তত্ত্বাবধায়ক মোঃ আজিম উদ্দিন (৫৮) তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। ঐসময় আশেপাশের লোকজন জড়ো হওয়ায় তাকে নিরাপদে বাড়ীর একটি কক্ষে রাখা হয়। জুমার নামাজের পর বিবাদীর পরিচয় যাচাই করার জন্য তার মায়ের মোবাইলে ফোনে যোগাযোগ করে জানা যায়, সে কখনো সেনাবাহিনী কিংবা সরকারী কোন চাকুরী করেনি।
ভুক্তভোগী পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় বিবাদীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে এসএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





