সিলেট তারাপুর চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ।
সিলেট প্রতিনিধিঃ বেতন ভাতার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারাপুর চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে একঘণ্টা অবস্থান করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালাসহ শ্রমিক নেতারা।
বক্তারা অভিযোগ করেন, গেল দুই সপ্তাহ যাবত তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। এছাড়াও কর্তৃপক্ষের অবহেলার কারণে চিকিৎসা, বাসস্থানের অপ্রতুলতাসহ নানা সমস্যায় জর্জরিত তারা।চা উৎপাদন স্বাভাবিক থাকলেও বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে শ্রমিক পরিবারের কয়েকশ সদস্য।





