#সিলেট বিভাগ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষের মৃত্যু।

সিলেট প্রতিনিধি :
ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন হযরত শাহজালাল ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসা গোয়ালা বাজারের অধ্যক্ষ মাওলানা মো. আমীরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অধ্যক্ষ মাওলানা মো.আমীরুল ইসলাম (৫৫) ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-৯৭৩৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবী হোসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *