ইংল্যান্ডের ৮৬টি কাউন্সিলে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন ক্রমেই বাড়ছে যুক্তরাজ্যে। হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক জানিয়েছেন, শুধু মাত্র গ্রেটার ম্যানচেস্টারের বলটন ও ব্ল্যাকবার্নেই নয়, ইংল্যান্ডের অন্তত ৮৬টি কাউন্সিলে কমপক্ষে ৫ জন করে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগি রয়েছেন।
সোমবার হাউস অব কমন্সে হেলথ সেক্রেটারী আরো জানান, ব্রিটেনে বর্তমানে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগির সংখ্যা প্রায় ২ হাজার ৩শ ২৩ জন। অর্থাৎ গত ৫ দিনে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ডের ৩৪৩টি কাউন্সিলের মধ্যে ৮৬ কাউন্সিলে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট।





