ল্যাংকাশায়ারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ !
উত্তর ইংল্যান্ডের ল্যাংকাশায়ারের হাইশাম এলাকায় সন্দেহজনক গ্যাস বিস্ফোরনে এক শিশুর মৃত্যুসহ ৪ জন আহত হয়েছেন।
রবিবার ভোর রাতে খবর পেয়ে স্থানীয় মালাওডেল এভিনিউতে যায় ফায়ারফাইটার, পুলিশ এবং অ্যাম্বুলেন্স।
বিস্ফোরনে দুই বাড়ী সম্পূর্ণ ধ্বসে পড়ে এবং আরো একটি বাড়ীর ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়।
পুলিশ জানায়, রবিবার ভোররাত ২টা ৪০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুইজন পুরুষ ও দুই মহিলাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।





