#আন্তর্জাতিক

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘টাওটে’ !

গতকাল রোববার সকাল থেকেই মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক ও গুজরাত, অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল আঘাত হানে। উত্তাল রয়েছে সমুদ্র।

আবহাওয়া দফতর জানিয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ-এর উপকূলবর্তী অংশে বিপুল বৃষ্টি হয়। এর আগে কেরালা, তামিলনাড়ু উপকূলেও সমুদ্রের বিশাল ঢেউ জানান দিচ্ছে ঝড়ের ভয়াবহতা।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘টাউটি’ কর্নাটকের উপকূলে আঘাত হেনেছে। মোকাবিলা করতে ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। ১ হাজার মানুষ ২৪ ঘণ্টা জরুরি ভিত্তিতে কাজ করছে। কর্নাটকের তিনটি উপকূলবর্তী জেলায় দলগুলো কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

ওই দিকে বৃহন্মুম্বই পৌরসভার তরফ থেকে বলা হয়েছে, ৫০০ করোনা আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ঝড়ের জন্য বন্ধ হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট দফতরগুলিকে ভিডিয়ো বার্তার মাধ্যমে নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।

এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেন। বর্তমানে ঝড়টি গোয়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *