#আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ব্যতিক্রমী ঈদের জামাত।

এবারের ঈদ উল আজহার জামাতগুলো ইউ কে ও ইউরোপের বিভিন্ন দেশে মসজিদ ও খোলা জায়গায় অনুষ্ঠিত হলেও, আয়ারল্যান্ডের ডাবলিন ছিলো একটা অন্যরকম ও ব্যতিক্রম আয়োজন।

ডাবলিনে স্থানীয় মুসলিম নেতাদের উদ্দ্যেগে স্থানীয় প্রশাসনের কাছে ডাবলিনের অবস্থিত ক্রোক পার্ক জাতীয় স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার আবেদন করেন। যদিও বিষয়টি জটিল ছিলো কিন্তু অবিশ্বাস্য ভাবে প্রশাসন অনুমতি দিয়ে দেয়।

এই খবর ডাবলিনে ও ডাবলিনের আশে পাশে অবস্থান কারী মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয়। অবশেষে, স্থানীয় প্রশাসনের দেওয়া নিয়ম নীতি মেনে স্টেডিয়ামের ভিতর ২০০ জন মুসলমান ঈদের নামাজ আদায় করেন। এই নামাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। এই জামাতে উপস্থিত ও নামাজ আদায়কারী জুনেদ করিম রাজু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা সকলেই ছিলাম খুবই উচ্ছাসিত । কোরোনা কালীন সময়ে এতো বড় জায়গায় একসাথে এতো বড় জামাতে ঈদের নামাজ পড়ার অনুভূতি সত্যিই অন্যরকম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *