#যুক্তরাজ্য

স্কটল্যান্ডে প্রতিবাদের মুখে অবৈধ ইমিগ্রান্টের মুক্তি !

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ব্যাপক প্রতিবাদে মুখে ইমিগ্রেশন ভ্যানে আটক থাকা দুই ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বর্ডার ফোর্স।

বর্ডার ফোর্স জানায় গ্লাসগো সাউথ সাইডের কেনমুর স্ট্রিটে একটি ইমিগ্রেশন ভ্যানে দুজন অবৈধ অভিবাসীদের আটক করে নিয়ে যাওয়ার সময় ভ্যানটি ঘিরে রাখে মানবাধিকার কর্মীসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা গাড়ীটি ঘেরাও করে রাখে। এমনকি এক ব্যক্তি ভ্যানের নিচে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে যাতে করে গাড়ীটি যেতে না পারে। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহযোগীতা চাইলে, তারাও খুব একটা সুবিধা করতে পারেনি।

প্রতিবাদকারীরা এ সময় স্লোগান দিতে থাকে, ‘আমাদের প্রতিবেশীদের যেতে দাও’ । প্রতিবাদ সমাবেশে কয়েকশ লোক জড়ো হয়েছিলেন । স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, জনগনের বিক্ষোভের কারনে শেষ পর্যন্ত আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পুলিশ কর্মকর্তা মার্ক সাদারল্যান্ড।

পুলিশ জানায় জনস্বাস্থ্য, বিক্ষোভকারীদের সুরক্ষা এবং ঝুঁকির কথা চিন্তা করেই আটকৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *