বলটনে আশংখাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা !
গ্রেটার ম্যানচেস্টারের বলটন বারায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবারো উর্ধমুখী। সমগ্র ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ সংক্রামণের হার নিয়ে এই বারা এমনিতেই নাজেহাল অবস্থায় ছিলো, বিগত কয়েক সপ্তাহে এই সংখ্যা প্রায় দ্বিগুনে পৌঁছেছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের সূত্র মতে, ১০ মে পর্যন্ত এই বারায় সংক্রামণের হার ছিলো প্রতি লাখে ২২৮.৫ । গত এক সপ্তাহে ৬৫৭ জন আক্রান্ত হয়েছেন এই বারায়।
দ্রুত সংক্রামণের কারণ হিসেবে বিশেষজ্ঞরা
বি ১.৬১৭.২ যা ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট হিসেবে পরিচিত করোনা ভাইরাসের রূপান্তরকে দায়ী করছেন। এশিয়ান কমিউনিটি অধ্যুষিত এই বারার কয়েক হাজার মানুষ বিগত ছয়মাসে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশে ভ্রমণ করেছেন। অধিকাংশেরই করোনা টিকা দেয়াছিল না। বিজ্ঞানীদের মতে, অনিয়ন্ত্রিত ভ্রমকারীদের মাধ্যমেই এই ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে, যা এখন দ্রুত কমিউনিটিতে ছড়িয়ে পরছে।
সরকারের বিভিন্ন মহল ইতিমধ্যেই শঙ্কিত বিষয়টি নিয়ে, বিশেষ করে যখন আগামী ১৭ মে থেকে ৮০% লকডাউন শিথীলের ঘোষণা এসেছে। অনেকেই ধারণা করছেন এ মাসের শেষের দিকে বলটনের পরিস্থিতি বিবেচনা করে সরকার হতে কোন নতুন দিক নির্দেশনা আসতে পারে।





