#যুক্তরাজ্য

১৭ মে থেকে প্রত্যাহার হচ্ছে যুক্তরাজ্যে লকডাউন।

ইংল্যান্ডে শর্ত সাপেক্ষে লকডাউন প্রত্যাহার হতে যাচ্ছে আগামী সোমবার থেকে। সোমবার থেকে প্রিয়জনকে আলিঙ্গন করা যাবে, রেস্টুরেন্টে ও পাবে বসে খাবার খাওয়া যাবে এমনকি আত্মীয়দের বাসায় বেড়ানো এবং থাকাও যাবে। গত সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, লকডাউন প্রত্যাহার একটি বড় প্রদক্ষেপ, তবে জনগনকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ভ্যাকসিন কর্মসূচির ব্যাপক সফলতার কারনেই এই সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। বর্তমানে মৃত্যু হার কমেছে, আক্রান্তের হারও নিয়ন্ত্রনে রয়েছে। তবে তিনি বিদেশী ভ্যারিয়েন্টের ব্যাপারে আরো সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন।

স্কটল্যান্ড এবং ওয়েলসেও একই দিনে লকডাউন শিথিল হবে বলে আশা করা হচ্ছে।

যেসব পরিবর্তন আসছে ১৭ মে থেকে :

• ঘরের বাইরে ৩০ জন লোক দলবেঁধে একসাথে সাক্ষাত করতে পারবে।

• ঘরের ভেতরে বিভিন্ন পরিবারের ছয় জন সদস্য অথবা দুটি পরিবারের সকল সদস্য মিলিত হতে পারবে।

• বিবাহ, অভ্যর্থনা এবং এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৩০ ব্যক্তি একই স্থানে সমবেত হতে পারবে।

• জানাজা, শেষকৃত্য এবং এ ধরনের অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত লোকের সংখ্যা আর নির্দিষ্ট থাকবেনা, তবে অনুষ্ঠানস্থলের আয়তনের সাথে লোকসমাগম মানানসই হতে হবে।

সোমবার থেকে নিকটাত্মীয় এবং বন্ধু-বান্ধবদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখাকে ব্যক্তিগত বিচার-বিবেচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। তবে ঘনিষ্ঠভাবে সাক্ষাত করার ক্ষেত্রে (যেমনঃ আলিঙ্গন)সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে সরকারি নির্দেশনায়।

তবে সোশ্যাল কেয়ার, হাসপাতাল, সুপার মার্কেট, হোটেল-রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।

এছাড়াও থাকছে :

• পাব, বার এবং রেস্টুরেন্টগুলো তাদের ভেতরের আসন ও সুবিধাগুলো ব্যবহার শুরু করতে পারবে।

• যাদুঘর, সিনেমা এবং শিশুদের খেলার স্থানগুলো খুলে দেয়া হবে।

• নাটকের মঞ্চ, সঙ্গীতানুষ্ঠানের মিলনায়তন, সম্মেলনস্থল এবং খেলার স্টেডিয়াম খুলে দেয়া হবে।

• হোটেল, হোস্টেল এবং বেড এন্ড ব্রেকফাস্টগুলোও খুলবে।

• সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরিধান করতে হবেনা।

• বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি পাঠদান পুরোপুরি শুরু হবে।

• ব্রিটেনের সবুজ ভ্রমণ তালিকার দেশগুলোতে বেড়াতে গেলে ব্রিটেনে ফিরে এসে কোয়ারেনটাইন করতে হবেনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *