লুৎফর রহমান আবার ও কাউন্সিলর নির্বাচিত।
আজ সম্পন্ন হলো স্থানীয় সরকার নির্বাচন। গত বছর কোরোনার কারনে স্থগিত হওয়া নির্বাচন আজকে ৭ই মে অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টারের বাংলাদেশী ও এশিয়ান অধ্যুষিত লংসাইট ওয়ার্ড থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্যাপক জনপ্রিয় একাধিক বার নির্বাচিত লেবার পার্টি থেকে মনোনীত কাউন্সিলর লুৎফর রহমান।
জনকল্যাণ ও জনসেবায় ব্রত লুৎফর রহমান সব সময়ই লংসাইড ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ও লেবার পার্টির কাছে একজন জনপ্রিয় নাম ও প্রার্থী। এবারের নির্বাচনে তিনি ২৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৬০০ ভোট।
কাউন্সিলর লুৎফর রহমান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ সভাপতি সুরাবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান। তিনি সিলেটের জগন্নাথপুর থানার বাসিন্দা।





