#সাহিত্য ও সংস্কৃতি

কবিতা

আমার ইচ্ছে করে
– সৈয়দ মিনহাজুল ইসলাম (শিমুল) ।

 

আমার ইচ্ছে করে
হারিয়ে যেতে
সূর্য যেখানে অস্ত যায়।

আমার ইচ্ছে করে
ডুবে থাকতে
ঢেউ যেখানে আছাড় খায়।

আমার ইচ্ছে করে
মিশে যেতে
সবুজ ধানের আড়ে আড়ে।

আমার ইচ্ছে করে
শেওলা হয়ে
পড়ে থাকতে দীঘির পাড়ে।

আমার ইচ্ছে করে
রাখাল ছেলের
বাঁশির সুরে মত্ত হতে।

আমার ইচ্ছে করে
কিশোরীর চুলে
বেণীর লাল ফিতে হতে।

আমার ইচ্ছে করে
পদ্ম হয়ে
বিলের জলে ভেসে থাকতে।

আমার ইচ্ছে করে
জোস্না রাতে
জোঁনাকি হয়ে উড়ে বেড়াতে।

আমার ইচ্ছে করে
সন্ধ্যা রাতে
মাদুর পেতে কিচ্ছা শুনতে।

আমার ইচ্ছে করে
মায়ের কোলে
মাথা রেখে তারা গুনতে।

আমার ইচ্ছে করে
আষাঢ় মাসে
বর্ষা স্নানে সিক্ত হতে।

আমার ইচ্ছে করে
বৈশাখী ঝড়ে
আঁজলা ভরে আম কুড়তে।

আমার ইচ্ছে করে
বাবার সাথে
পৌষ মেলাতে মিঠাই খেতে।

আমার ইচ্ছে করে
চরকিতে চড়ে
দু’হাত মেলে আকাশ ছুঁতে।

আমার ইচ্ছে করে
ইচ্ছের ডানায়
পাখি হয়ে উড়ে বেড়াতে।

আমার ইচ্ছে করে
বর্তমান ফেলে
শৈশবে আবার ফিরে যেতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *