#সিলেট বিভাগ

ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই ট্রাকের মূখোমূখি সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাল বোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২২-৭০১২) সাথে ঢাকাগামী বালু ভর্তি ড্রাম ট্রাক (ঢাকা-মেট্রো-শ-১১-২২৬৪) এর মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় সিলেটগামী ট্রাকের হেলপার ও চালক ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তামাবিল হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আমির উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত চালক ও হেলপারের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *