#দেশের খবর

মামুনুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর ধর্ষণের মামলা !

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে। মামলাটি করেছেন তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি হয়েছে। যার নম্বর ৩০।

মামলা দায়ের করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘মামুনুল হক দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে প্রতারণা করে আসছিল। বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সঙ্গে সম্পর্ক করেছেন। আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই।’

মামলায় ঝর্ণা দাবি করেন, ‘অসহায়ত্ব ও বিয়ের প্রলোভন দেখিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকেই ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।’

তিনি বলেন, ‘তার স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে ২০০৫ সালে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয়। আমার স্বামীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলো যার কারণে বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। আমার স্বামীর সঙ্গে মতানৈক্য ছিলো। সেসবের মধ্যে মামুনুল হক প্রবেশ করে শহীদুল ও আমার মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন। পরে তার পরামর্শেই আমাদের বিচ্ছেদ হয়।

ঝর্ণা আরও বলেন, ‘সংসার ভাঙ্গার পর আমি সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন। এ সময় মামুনুল আমাকে খুলনা থেকে ঢাকায় আসার জন্য বলেন। আমি ঢাকায় চলে আসি। মামুনুল আমাকে তাঁর অনুসারীদের বাসায় রাখেন। সেখানে নানাভাবে আমাকে প্রস্তাব দেন। একপর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে তাঁর প্রলোভনে পা দিই। এরপর তিনি উত্তর ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের একটি বাসায় আমাকে সাবলেট রাখেন। একটি বিউটি পারলারে কাজের ব্যবস্থা করে দেন। ঢাকায় থাকার খরচ মামুনুলই দিচ্ছিলেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *