হবিগঞ্জের এক শিশুকে খেয়ে ফেলেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের কাছিম ও রাক্ষুসে মাছ!
হবিগঞ্জ প্রতিনিধি:: চট্টগ্রামের প্রসিদ্ধ বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে থাকা কাছিমকে খাবার দিতে গিয়ে কাছিমের খাদ্যে পরিণত হয়েছে হবিগঞ্জের এক শিশু। সে পুকুরে পড়ে গেলে কাছিম ও রাক্ষুসে মাছের দল তার শরীরের পুরো মাংস খেয়ে ফেলে। নিহত শিশু হবিগঞ্জের নুর মোহাম্মদের ছেলে নূর আলম (৯)।
সে তার মা-বাবার সাথে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামির মাজার এলাকা সংলগ্ন ডাক্তার কামালের ভাড়া বাসায় থাকত। সোমবার দুপুরে নিখোঁজ হয় শিশু নুর আলম। পরে রাতে তার মা হেনা বেগম বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরি করেন।
জানা যায়, মাজার এলাকায় স্থাপিত সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে দেখা গেছে, সোমবার দুপুর ১টা২০ মিনিটে নূরআলম নামক ওই শিশু পুকুরে কাছিম ও মাছকে খাবার দেওয়ার সময় এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। এসময় নূরআলম কাছিম ও রাক্ষুসে মাছের খাদ্যে পরিণত হয়। মাছ ও কাছিমের আক্রমণে তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে প্রথমে পুকুর থেকে শিশু নুর আলমের মাথার খুলি ও সন্ধ্যায় শিশুটির দুই পাসহ মাংশ বিহীন শরীরের নিম্নাংশ উদ্ধার করে বায়েজিত বোস্তামি থানা পুলিশ। পরে শিশুটির মা তাকে শনাক্ত করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘মাজারের পুকুরটিতে বিশাল আকৃতির অনেকগুলো কাছিম রয়েছে। যেগুলোর একেকটির ওজন প্রায় ২০-৩০ কেজি। মাজারের খাদেমরা সেগুলো গজারি-মাদারি বলেন। এছাড়াও আছে পাঙ্গাসসহ বেশকিছু রাক্ষুসে প্রজাতির মাছ। কাছিম ও মাছগুলোর মাংসের প্রতি তীব্র আকর্ষণ আছে। কাছিমকে খাবার দিতে এসে সে পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরবর্তী সময়ে শিশুটিই পুকুরে থাকা কাছিম ও মাছের খাবারে পরিণত হয়’।





