কাউন্সিলর লায়েকের বাসায় হামলা !
সিলেটের প্রতিনিধিঃ সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের মুন্সিপাড়াস্থ বাসায় হামলার ঘটনায় ঘটেছে। তারাবির নামাজের কিছু আগে রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে আসা কতিপয় দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায়।
হামলাকারীরা তার বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং বাসার গেটে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
পরে কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক সংবাদ মাধ্যমকে জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন লোক প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। তার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হামলাকারীরা মুন্সিপাড়া একটি ক্লাবের পাশাপাশি কাউন্সিলরের বাসায়ও হামলা চালিয়েছে। তিনি জানান, সেখানকার একটি ক্লাব নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।





