#আন্তর্জাতিক

নামাযরত অবস্থায় গুলী করে ৮ জনকে হত্যা !

আফগানিস্তানে মসজিদে তারাবির নামাযের সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলীতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। গত শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটেছে।

প্রদেশটির গভর্নর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন, শহরের জালালাবাদে বন্দুক হামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমারখিল বলেন, তারাবির নামাজের সময় গুলী চালানো হয়। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে। আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায়ই বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা সাধারণ ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *