#সিলেট বিভাগ

বাহুবলে কষ্টিপাথরের মূর্তি পাচারকালে দুইজন গ্রেফতার।

হবিগঞ্জের বাহুবল থেকে প্রাচীন কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বাহুবলের উত্তরসূর গ্রামের মৃত আব্দুল লতিবের পুত্র সানু মিয়া ওরফে সানু মোল্লা (৫৫) এবং একই উপজেলার হরিতলা গ্রামের আব্দুল সামাদের পুত্র মোঃ হারুন মিয়া (৪৩)।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামী সানু মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে মূল্যবান এ কষ্টিপাথর উদ্ধার করে র‍্যাবের হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এতে নেতৃত্ব দেন এএসপি কামরুজ্জামান। আসামীদের বিরুদ্ধে বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *