#আন্তর্জাতিক

ফিলিস্তিনে আবারও ইসরায়েলি হামলা !

গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়লের সামরিক বাহিনী। গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে আজ শনিবার এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ইসরায়লি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার ক্ষমতাসীন দল হামাসের ‘লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। যেখানে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বিমান-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, একটি কংক্রিট উৎপাদন কারখানা ও সন্ত্রাস টানেল অবকাঠামো ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ গাজার দুটি প্রশিক্ষণ কেন্দ্র এবং মধ্য গাজার আরেকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

হামাসের এক মুখপাত্র বলছেন, ইসরায়েলি হামলার পরও গাজা লড়াই করছে। গাজা এতো সহজে ভেঙে পড়বে না।

উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। এ রকেট নিক্ষেপের দায় গাজার কোনো গ্রুপই স্বীকার করেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *