স্যাটন্যাভ ফলো করতে গিয়ে ট্যাক্সি ড্রাইভার খালে !
অন্ধের মতো স্যাটেলাইট ন্যাভিগেশন অনুসরণ করতে গিয়ে এক ট্যাক্সি ড্রাইভার খালে পতিত হয়েছেন। ঘটনাটি ঘটে গ্রেটার ম্যানচেস্টারের একলস এলাকার ব্রিজওয়াটার খালে।
ঘটনার বিবরণ দিয়ে গ্রেটার ম্যানচেস্টার ট্রান্সপোর্ট পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে
উক্ত ট্যাক্সি ড্রাইভার তার গাড়িটি নিয়ে ব্রিজওয়াটার ওয়ে দিয়ে একলসের দিকে যাচ্ছিল। রাস্তাটি অপরিচিত থাকায় ট্যাক্সি ড্রাইভার অন্ধের মতো তার গাড়িতে থাকা
স্যাটন্যাভটি অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে স্যাটন্যাভটি তাকে বাঁয়ে মুড়তে বললে, সে না দেখেই অন্ধের মতো গাড়িটি বাঁয়ে ঘুরিয়ে নেয়। তৎক্ষনাৎ গাড়িটি খালের মধ্যে পতিত হয়।
সৌভাগ্যক্রমে, ট্যাক্সিটি সম্পূর্ণ খালে নিমজ্জিত না হয়ে ঢালের মধ্যে আটকে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্যাক্সি ড্রাইভারকে উদ্ধার করে। ঘটনার সময় ট্যাক্সিতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না।





