#দেশের খবর

‘শিশু বক্তা’ রফিকুল পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন।

‘শিশু বক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানী মোবাইল ফোনে নিয়মিতই পর্নোগ্রাফি দেখতেন বলে জানিয়েছে পুলিশ। তার মোবাইল ফোনে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট বা অশ্লীল ভিডিও থাকার প্রমাণও পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এসব তথ্য জানিয়ে মঙ্গলবার গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, রফিকুল নিয়মিত পর্ন ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।

তিনি জানান, গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা রফিকুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর গাজীপুর মহানগরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *