#বিনোদন

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক আর নেই।

বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে তার জামাতা মোস্তাফিজ শাহীন জানান।

একুশে পদকজয়ী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মিতা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন; চারদিন আগে করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসার পর হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল বলে জানান মোস্তাফিজ শাহীন।

তিনি বলেন, “কাল দুপুরে উনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরও অবনতি ঘটলে রাতে আইসিইউতে ভেল্টিনেশনে রাখা হয়েছিল। সকালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

মোস্তাফিজ শাহীন জানান, রোববার সকাল ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানট প্রাঙ্গণে নেওয়া হবে। পরে কেরাণীগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *