#আন্তর্জাতিক

বিত্তশালীদের কর বাড়িয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করলো নিউজিল্যান্ড সরকার।

কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পর অর্থনীতি শক্তিশালী করতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বেকার ভাতা, অসুস্থতা ভাতা বাড়াচ্ছেন। ন্যূনতম বেতন ঘণ্টায় বেড়ে ২০ ডলার পর্যন্ত হবে। নিউজিল্যান্ড সরকার এ বেতন ঘণ্টা পিছু ১.১৪ ডলার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর এজন্যে বাড়তি অর্থের যোগান আসবে বিত্তশালীদের ওপর কর বৃদ্ধি থেকে।

নিউজিল্যান্ডে এধরনের বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবে প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক-কর্মচারি।

নিউজিল্যান্ডে সর্বোচ্চ আয় করেন এমন ধনীদের ওপর সর্বোচ্চ করের হারও বাড়ছে ৩৯ শতাংশ পর্যন্ত। বছরে ১ লাখ ৮০ হাজার ডলারের বেশি যিনি আয় করেন, তাকে এই হারে কর দিতে হবে। নিউহিল্যান্ডের বার্ষিক রাজস্বের পরিমাণ এ বছরে প্রায় সাড়ে ৫শ মিলিয়ন ডলার বৃদ্ধির লক্ষ্য ধরে এধরনের কর বৃদ্ধি করছে জেসিন্ডার সরকার।

জেসিন্ডা এ প্রসঙ্গে বলেছেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতেই এই পরিবর্তন। আমরা সবচেয়ে বিপন্ন অংশকে যে সাহায্য দিই, তা বাড়ানো সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে, বহুদিন ধরে এর প্রয়োজন ছিল।

তিনি বলেন, আরও বাড়ি বানানো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, শিক্ষায় বিনিয়োগ, প্রশিক্ষণ, কর্মসংস্থান তৈরি সহ এখনও অনেক কিছুই করা বাকি। এর আগে দেশটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলো গত বছর বরাদ্দ বেতন (২২.১০ ডলার) বৃদ্ধির দাবি তুলেছিল। ইউনাইটেড ইউনিয়ন ন্যাশনাল সেক্রেটারি জন ক্রকার বলেছেন, শ্রমিকদের বড় জয় এটা। একটা অংশ অর্থ, আরেকটা অংশ তাদের ত্যাগ, অবদানের প্রতি দেশবাসীর স্বীকৃতিও বটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *