হবিগঞ্জ সদর হাসপাতালে এক অদ্ভুত শিশুর জন্ম!
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক অদ্ভূত শিশুর জন্ম হয়েছে। জন্ম গ্রহণের কিছুক্ষণ পরই ওই নবজাতক মারা যায়।
জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া শাহপুর গ্রামের সুভাশ দাসের স্ত্রী ডলি রানী দাস (২৫) প্রসব ব্যথা নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। এরপর রাত ৩টার দিকে ডলি এক নবজাতকের জন্ম দেন। ওই নবজাতকে জন্মের পর দেখা যায়, হাত-মুখ, চোখ, মাথা দেখতে মানুষের মতো হলেও তার পা দুটি ছিল জোড়া লাগানো, যা দেখতে অবিকল মৎস্য কন্যার মতো। পরে ওই নবজাতক এক ঘণ্টা পর মারা যায়।
গতকাল মঙ্গলবার ওই নবজাতককে দেখতে শত শত মানুষ হাসপাতালে যান। কিন্তু মারা যাবার পরপরই তার পিতা ওই শিশুকে নিয়ে দাহ করে দেন। এ বিষয়ে ডাক্তার মোঃ আবেদুল রেজা বলেন, এ ধরনের অদ্ভুত শিশু জন্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।





